‘হিন্দি নয়, তামিল বলো’ স্ত্রীকে এ আর রহমান

প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

‘হিন্দিতে নয়, তামিলে বোলো’-স্ত্রী সায়রা বানুকে এভাবেই নির্দেশ দিয়েছিলেন অস্কারজয়ী ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমান। চেন্নাইয়ে জন্ম এ সংগীতশিল্পীর। চেন্নাইয়ের মানুষ তামিলেই কথা বলে। তবে হিন্দির বদলে নিজের স্ত্রীকেও তামিলে কথা বলতে বলায় প্রবল তোপের মুখে এ সুরকার। খবর হিন্দুস্তান টাইমসের। সম্প্রতি চেন্নাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন এ আর রাহমান। অনুষ্ঠানে পুরো সময় তামিল ভাষায় কথা বলেন তিনি। এমনকি বক্তব্য দেওয়ার সময়ও তামিল ভাষায় বক্তব্য দেন এ আর রহমান। অনুষ্ঠানে সঞ্চালক সায়রা বানুকে কথা বলতে বললে পেছন থেকে স্ত্রীর উদ্দেশে এ আর রহমান বলে ওঠেন, ‘হিন্দিতে নয়, তামিল বোলো’। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বলা এ কথার ভিডিও ছড়িয়ে পড়েছে। স্ত্রী সায়রা এ কথা শুনে এ শিল্পীর দিকে তাকিয়ে অবাক হলে বলেন, ও মাই গড। এতে উপস্থিত দর্শক সবাই হেসে ওঠেন, হাততালি দেন। সায়রা গুজরাটের মেয়ে, তাই তামিল ভালো বলতে পারেন না। স্বামীকে খুশি করতে ভাঙা ভাঙা তামিলে বলতে শুরু করেন।