বিএফডিসিতে বাচসাসের জন্য একটি কক্ষ বরাদ্দ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন কমিটিতে এবং বিদেশ সফরে প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি সংবলিত পত্র তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে হস্তান্তর করেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নেতৃবৃন্দ। ৩০ এপ্রিল দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে মতবিনিময়কালে বাচসাস নেতারা এসব দাবি সংবলিত পত্র মন্ত্রীকে হস্তান্তর করেন। এদিন সংগঠনের সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী চলচ্চিত্র শিল্পের উন্নয়নে দীর্ঘ ৫৫ বছর ধরে টিকে থাকা বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির অবদান ও ধারাবাহিক বাচসাস চলচ্চিত্র পুরস্কার প্রদান ব্যবস্থার প্রশংসা করেন। তাদের উত্থাপিত বিষয়গুলোও যাচাই ও বিবেচনার আশ্বাস দেন। চলচ্চিত্র শিল্পের অগ্রগতি নিয়ে হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য সিনেমা হল নির্মাণ ও সংস্কারে এক হাজার কোটি টাকার সহজ ঋণ তহবিল গঠন করেছেন। চলচ্চিত্র শিল্পীদের জন্য শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। এফডিসিতে নতুন ভবন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সেখানে চারটি শুটিং ফ্লোর থাকবে। সেখানে একটি সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত নির্মাণ করা যাবে। এ ছাড়া গাজীপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি হচ্ছে, সেটি পূর্ণাঙ্গ হলে সেখানেও সিনেমা নির্মাণ করা যাবে।