‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে তোলপাড় ভারত
প্রকাশ : ০৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
বছর খানেক আগের কথা। ২০২২ সালের মার্চে মুক্তি পায় হিন্দি ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। সেখানে দেখানো হয়, কীভাবে কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের ওপর মুসলমানরা নির্যাতন চালিয়ে উৎখাত করেছিল। ছবিটি মুক্তির পর ভারতজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। কারণ অনেকের মতে, ছবিটি এক পক্ষের দৃষ্টিকোণ থেকে বানানো হয়েছে।
বছর ঘুরে ফের একই পরিস্থিতি! এবারের ছবি ‘দ্য কেরালা স্টোরি’। আগামী ৫ মে এটি মুক্তি পাচ্ছে। তবে তার আগেই ছবিটি নিয়ে গোটা ভারত তোলপাড়। ছবিটির মুক্তি আটকাতে ভারতের সুপ্রিম কোর্টে পর্যন্ত আবেদন করা হয়েছে। ২৬ এপ্রিল ছবির ট্রেলার প্রকাশ হয়েছে। সেটা থেকে ছবির গল্প সম্পর্কে ধারণা পাওয়া গেছে। এতে বলা হয়, কেরালা থেকে ৩২ হাজার হিন্দু ও খ্রিষ্টান নারীকে গুম করা হয়েছে এবং তাদের জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে জঙ্গি সংস্থা আইএসে যুক্ত করা হয়েছে। তবে ঘটনা পুরোপুরি মিথ্যা নয়, বিপত্তি বেঁধেছে সংখ্যায়। ২০১৯ সালে দ্য অবসার্ভার রিসার্চ ফাউন্ডেশন এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে ৬০-৭০ জন নারী ধর্মান্তরিত হয়ে আইএসে যোগ দিয়েছিল। অন্যদিকে ভারত সরকারের তথ্য অনুযায়ী, এ নারীদের সংখ্যা ১০০-২০০ জনের মধ্যে।