চার্লসের রাজ্যাভিষেকে একমাত্র ভারতীয় শিল্পী সোনম
প্রকাশ : ০৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
দীর্ঘ সাত দশক ব্রিটিশ সাম্রাজ্য শাসন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। গেল বছরের ৮ সেপ্টেম্বর তার মৃত্যুর পর নিয়ম অনুযায়ী নতুন রাজা হয়েছেন তার ছেলে তৃতীয় চার্লস ফিলিপ আর্থার জর্জ। ৬ মে আনুষ্ঠানিকভাবে তার রাজ্যাভিষেক হবে। শত শত বছর ধরে চলে আসা রীতি অনুযায়ী জমকালো আয়োজন থাকছে রাজার অভিষেকে। এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রথম সারির নেতারা। থাকবে বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতিও। সেই তারকাদের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে থাকছেন সোনম কাপুর। তিনি রাজা চার্লসের রাজ্যাভিষেক কনসার্টে অংশ নেবেন। শুধু তাই নয়, একটি বিশেষ বক্তব্যও দেবেন কাপুর খানদানের এ উত্তরসূরি। যেখানে ব্রিটিশ সংগীতশিল্পী স্টিভ উইনউড ও কমনওয়েলথ ভার্চুয়াল কয়্যারকে (গায়ক দল) পরিচয় করিয়ে দেবেন। জানা গেছে, রাজ্যাভিষেকের পরের দিন অর্থাৎ ৭ মে যুক্তরাজ্যের উইন্ডসোর ক্যাসেলে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। এতে হলিউড তারকা টম ক্রুজ, সংগীত তারকা কেটি পেরি, লিওনেল রিচিসহ অনেকেই থাকবেন। তাদের সঙ্গেই স্টেজ ভাগাভাগি করবেন বলিউডের সোনম।