মোবাইল ফোনে নির্মিত চলচ্চিত্র অস্কার কোয়ালিফাইং উৎসবে
প্রকাশ : ০৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) কোয়ালিফাইং ফিল্ম ফেস্টিভাল ‘শর্ট শর্টস’-এ অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘লাইফ : লো বাজেট শর্ট ফিল্ম’। এটি নির্মাণ করেছেন হেমন্ত সাদীক। ৬ থেকে ২৬ জুন উৎসবটি অনুষ্ঠিত হবে জাপানের রাজধানী টোকিওতে। উৎসবটি এখন এশিয়ার অন্যতম বৃহৎ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উৎসবের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ বছর বর্ণিল আয়োজনে সাজানো হচ্ছে উৎসব। বিশ্ব চলচ্চিত্রের উল্লেখযোগ্য সংখ্যক গুরুত্বপূর্ণ নির্মাতাণ্ডপ্রযোজক-পরিবেশকদের উপস্থিত থাকার কথা রয়েছে এতে। উৎসবের ২৫তম আসরের অফিসিয়াল সিলেকশন লাইনআপে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র ‘লাইফ : লো বাজেট শর্ট ফিল্ম’। চলচ্চিত্রটির নির্মাতা হেমন্ত সাদীককেও আমন্ত্রণ জানানো হয়েছে উৎসবে। হেমন্ত বলেন, অল্প বাজেটের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে যেমন নুন আনতে পান্তা ফুরায় আমাদের, তাতে কখনোই তৃপ্ত হতে পারি না নির্মাণ প্রক্রিয়া নিয়ে। তেমনই ক্ষেত্র বিশেষে মনে হয়, জীবনটাও যেন একটা স্বল্প বাজেটের শর্ট ফিল্মের বাস্তবতার উদাহরণ। সেসব বিষয় উঠে এসেছে চলচ্চিত্রটিতে।