নারীর পোশাক নিয়ে সালমানের ‘বিতর্কিত’ মন্তব্য
প্রকাশ : ০৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
শুটিং সেটে সালমান খানের নিয়মণ্ডকানুন নিয়ে গত কিছু দিন ধরে বলিউডে আলোচনা-সমালোচনা চলছে। পলক তিওয়ারি নামের এক অভিনেত্রী জানান যে, তিনি যখন সালমানের সঙ্গে ‘অন্তিম’ ছবিতে কাজ করেছিলেন, তখন দেখেছেন, নারীদের পোশাক নিয়ে সালমানের কড়া নির্দেশনা রয়েছে। সেটে প্রত্যেক নারী সদস্যকে গলা অব্দি ঢাকা পোশাক পরতে হতো। একই নিয়ম জারি ছিল সম্প্রতি মুক্তি পাওয়া ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির সেটেও। নায়ক হয়ে সিনেমার পর্দায় সালমান খান প্রায়ই শার্ট খুলে ফেলেন। খালি গায়ে মারামারি করেন ভিলেনের সঙ্গে। অথচ নায়িকা তথা নারীদের জন্য তার ‘শালীন’ পোশাকের নিয়ম! অনেকেই তার এ স্বভাবকে ‘দ্বিমুখিতা’ বলে কটাক্ষ করছেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ভাইজান। ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, যখন আপনি একটি শালীন ছবি বানান, তখন সেটি মানুষ পুরো পরিবারকে নিয়ে দেখে। এখানে কোনও দ্বিমুখিতা নেই। আমার মনে হয়, নারীদের শরীর বেশি মূল্যবান। সেটা যত ঢাকা থাকবে, ততই ভালো। এটা নারীদের কারণে না, পুরুষদের কারণে বলছি।