কমিকস ও কল্পনাকেন্দ্রিক সিরিজ ‘এক্সট্রা অর্ডিনারি ইউ’

প্রকাশ : ০৬ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

‘এক্সট্রা অর্ডিনারি ইউ’ সিরিজের গল্পটা হাইস্কুলে পড়ুয়া একটি মেয়েকে ইউন ড্যান-ওহকে ঘিরে। মেয়েটি তার এলাকার নাম করা ও খুব পরিচিত একটি স্কুলে পড়ত। একদিন দৈবক্রমে সে আবিষ্কার করে, সে যে জগতে বাস করে তা কমিকসের একটি ফ্যান্টাসি জগৎ। কিম সাং-হাইওব পরিচালিত সিরিজটির তিন পর্ব ৪ মে রাতে মুক্তি পায় চরকিতে।

সিরিজটি লিখেছে ইন জি-হে ও গানে হা-ইয়ং। সিনেমাটোগ্রাফি করেছে ইউন কওন সু। সিরিজটি মূল চরিত্রে অভিনয় করছে কিম হাই-ইয়ুন। আরও অভিনয় করেছে রোউন লি, জা-উক লি, না-ইউন, জুং গান-জু, কিম ইয়ং-দাই লি, তাই-রিসহ আরও অনেকে। কোরিয়ান ড্রামা সিরিজসহ বেশ কিছু বিদেশি ভাষার ছবি বাংলায় ডাব করে মুক্তি দিয়েছে চরকি। সেগুলো দর্শকের কাছে বেশ সমাদৃত হয়েছে। ‘এক্সট্রা অর্ডিনারি ইউ’ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল সাউথ কোরিয়ায়। এবার বাংলায় ডাব করে তা দেওয়া হলো চরকিতে। কমেডি, রোমান্টিক, ফ্যান্টাসি জনরার এ সিরিজটির আইএমডিবি-তে ৭.৮ রেটিং রয়েছে।