ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘দ্য কেরালা স্টোরি’ দিয়ে আলোচিত আদা শর্মা

‘দ্য কেরালা স্টোরি’ দিয়ে আলোচিত আদা শর্মা

ট্রেলার মুক্তির পর থেকে গত কয়েকটি দিনে নানা আলোচনা-সমালোচনা হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা নিয়ে। নানা কারণে বিতর্কিত ছবিটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ছবিটি দিয়ে আলোচনায় আদা শর্মা। মুম্বাইয়ে জন্ম নেওয়া আদা শর্মা স্কুলে পড়ার সময়ই ঠিক করেছিলেন, অভিনেত্রী হবেন। কত্থক নাচ নিয়ে স্নাতকোত্তর করেন, তালিম নিয়েছেন ব্যালে নাচেরও। হিন্দি, তেলেগু, তামিল- বিভিন্ন ভাষার সিনেমায় দেখা গেছে আদা শর্মাকে। ২০০৮ সালে হরর ছবি ‘১৯২০’ দিয়ে বলিউডে অভিষেক হয়। ছবিটি বক্স অফিসে সাফল্যও পায়। হিন্দি ছাড়া বেশ কয়েকটি দক্ষিণি সিনেমাও করেছেন আদা শর্মা। এর মধ্যে আছে ‘সন অব সত্য মূর্তি’, ‘শানাম’। মুম্বাইয়ে জন্ম হলেও আদা শর্মার শিকড় দক্ষিণ ভারতে, তার বাবা তামিলনাড়ুর, মা কেরালার। সদ্য মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’তে শালিনী উন্নিকৃষ্ণান/ফাতিমা চরিত্রে অভিনয় করেছেন আদা। ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই তাকে গ্ল্যামারার্স চরিত্রে দেখা গেলেও এ ছবিটিতে ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে তাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত