ঢাকায় গাইবেন ‘বারিষে’, ‘মাজাক’খ্যাত ভারতের তরুণ গায়ক, গীতিকার ও সুরকার অনুব জৈন। ১ জুন তাকে নিয়ে ‘আনুব জৈন লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছে এডভেন্টর কমিউনিকেশনস ও ট্রিপল টাইম কমিউনিকেশনস। এডভেন্টর কমিউনিকেশনসে ফেইসবুক পেজে কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (করপোরেট সেলস) মাহিন রহমান বলেন, তার সঙ্গে আমাদের অনেক দিন ধরেই যোগাযোগ চলছিল। কনসার্টটি নিয়ে উনি অনেক এক্সাইটেড।
কনসার্টে অনুব জৈন ছাড়াও বাংলাদেশে কয়েকজন শিল্পী থাকবেন বলে জানান তিনি। তবে এখনও চূড়ান্ত করা হয়নি, বিষয়টি পরবর্তী সময়ে জানানো হবে। টিকিটের মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।
অনুব মূলত গিটার ও ইউকেলের বাজিয়ে গান করেন, তার গানগুলো তরুণ শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়। মুম্বাইয়ে জন্ম নেওয়া অনুব নিজের লেখা গান পরিবেশন করে ইউটিউব চ্যানেলে প্রকাশ করতেন। জীবনের অভিজ্ঞতা থেকেই গান রচনা করেন তিনি।