ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

একজন পুলিশের বাস্তব জীবনের আমি সাক্ষী হয়েছি : সানিয়া

একজন পুলিশের বাস্তব জীবনের আমি সাক্ষী হয়েছি : সানিয়া

এক বিধায়কের বাসা থেকে একজোড়া কাঁঠাল চুরি গেছে। আর এ কাঁঠালচোর আর চুরি যাওয়া কাঁঠাল খুঁজে বের করার দায়িত্ব পান পুলিশ অফিসার মহিমা। কাঁঠাল জোড়া খুঁজে বের করতে রীতিমতো হিমশিম খান মহিমা। এ হচ্ছে হাসির ছবি ‘কাঁঠাল’-এর কাহিনি। নবাগত পরিচালক যশবর্ধন মিশ্রা পরিচালিত ছবিটি ১৯ মে নেটফ্লিক্সে মুক্তি পাবে। ছবিতে পুলিশ অফিসার মহিমার চরিত্রে অভিনয় করছেন সানিয়া মালহোত্রা। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে সম্প্রতি ছবির ট্রেলার মুক্তির আয়োজনে সানিয়া মালহোত্রা ছাড়াও উপস্থিত ছিলেন ছবির মূল দুই অভিনেতা রাজপাল যাদব আর অনন্ত ভি জোসি। নিজের অভিনীত চরিত্রটি প্রসঙ্গে সানিয়া বলেন, প্রস্তুতির সময় একজন পুলিশের সঙ্গে সময় কাটিয়েছি। পুলিশ স্টেশনে তার ঘরের এক কোনায় বসে তাকে লক্ষ করতাম। দেখতাম যে কীভাবে তিনি নানা কেসের সমাধান করছেন। এমনকি বাড়ির সমস্যা কীভাবে সামলাতেন, সেটাও দেখতাম। কারণ ঘরে তার শিশুসন্তান ছিল। ইউনিফর্মের আড়ালে একজন পুলিশ অফিসারের বাস্তব জীবনের আমি সাক্ষী হয়েছিলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত