ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘পাঠান’ : ৭ সিনেপ্লেক্সে প্রতিদিন ৬৪ শো

‘পাঠান’ : ৭ সিনেপ্লেক্সে প্রতিদিন ৬৪ শো

গেল ২৫ জানুয়ারি যখন বিশ্বের শতাধিক দেশে ছবিটি মুক্তি পায়, তার আগেই ঝড়ের পূর্বাভাস টের পেয়েছিল সবাই। অগ্রিম টিকিট বিক্রিতে রীতিমতো রেকর্ড গড়ে। মুক্তির আগে প্রায় ছয় লাখ টিকিট বিক্রি হয়েছিল ছবিটির। আর মুক্তির পর সিনেমা হলে দর্শকের যে ঢল নেমেছিল, তার সাক্ষী হয়েছে সিনে বিশ্ব। বলিউড বক্স অফিসের সব রেকর্ড ভেঙে সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির খেতাবটি নিজের করে নিয়েছে এটি। হ্যাঁ, বলা হচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’ ছবির কথা। বিশ্বজুড়ে তাণ্ডব চালানো ছবিটি অবশেষে বাংলাদেশে মুক্তি পায় ১২ মে। বাংলাদেশেও ‘পাঠান’র অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। কেবল স্টার সিনেপ্লেক্স প্রতিদিন ‘পাঠান’র ৩৪টি শো প্রদর্শন করছে! প্রতিষ্ঠানটির সাতটি শাখায় এসব শো দেখানো হচ্ছে। তাদের শাখাগুলো রয়েছে বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, মহাখালী এসকেএস টাওয়ার, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক ও চট্টগ্রামের বালি আর্কেডে। যমুনা ফিউচার পার্কের ‘ব্লকবাস্টার সিনেমাস’ প্রতিদিন ৯টি শো চালাবে। এ ছাড়া পুরান ঢাকার লায়ন সিনেমাসে প্রতিদিন ছয়টি, বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চারটি, শ্যামলী সিনেমায় চারটি, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে চারটি ও গ্র্যান্ড সিলেট হোটেল মুভি থিয়েটারে তিনটি করে শো প্রদর্শিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত