ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ট্রেলারে ‘আদিপুরুষ’

ট্রেলারে ‘আদিপুরুষ’

সাম্প্রতিক সময়ে বলিউডের অন্যতম বড় ও আলোচিত প্রজেক্ট ‘আদিপুরুষ’। অভিনয়ে দক্ষিণী সুপারস্টার প্রভাস, বলিউডের কৃতি স্যানন ও সাইফ আলী খানের মতো তারকা। এ ছাড়া ছবির গল্প ঐতিহাসিক মহাকাব্য রামায়ণ থেকে নেওয়া। ফলে ছবিটি ঘিরে ভারতীয়দের মাঝে তুমুল আগ্রহ। কিন্তু গেল বছরের অক্টোবরে যখন ‘আদিপুরুষ’র টিজার প্রকাশ্যে আসে, তখন সেই আগ্রহের আগুনে যেন স্রোতধারা বয়ে যায়! দুর্বল ভিএফএক্সের কারণে ছবিটিকে ‘কার্টুন’ বলে কটাক্ষ করে অধিকাংশ দর্শক-সমালোচক। সেই বিতর্ক-সমালোচনা আমলে নিয়েছে ‘আদিপুরুষ’ টিম। যার ছাপ স্পষ্ট হলো সদ্য প্রকাশ্যে আসা ট্রেলারে। ৯ মে দুপুরে প্রকাশ হওয়া ট্রেলারটিতে ঘষামাজার ছাপ দেখা গেছে। ভিএফএক্সে আগের চেয়ে অনেকটা উন্নতি লক্ষ্য করছেন দর্শক। ফলে নিভে যাওয়া আশার প্রদীপ ফের জ্বলে উঠছে। ৩ মিনিট ১৯ সেকেন্ড দীর্ঘ ট্রেলারজুড়ে রাঘব তথা রাম চরিত্রে প্রভাসের আধিপত্য দেখা গেছে। জানকি তথা সীতার ভূমিকায় কৃতি স্যানন রয়েছেন সাবলীল। তবে ছবির ভিলেন তথা লঙ্কেশ বা রাবণের চরিত্রে সাইফ আলী খানের মূল রূপ উন্মোচন করা হয়নি। টিজারে তার ১০ মাথা নিয়ে হাসাহাসি হয়েছিল। এবার তাই চরিত্রটিকে রহস্যজনক উপায়ে উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত