ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘টাইম’র প্রচ্ছদে দীপিকা

পেলেন ‘গ্লোবাল স্টার’ তকমা
‘টাইম’র প্রচ্ছদে দীপিকা

বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ‘টাইম’র ‘সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় ২০১৮ সালেই জায়গা করে নিয়েছিলেন। এবার আরও একধাপ এগিয়ে, ম্যাগাজিনটির প্রচ্ছদে উঠে এলেন তিনি।

শুধু তাই নয়, তাকে অভিহত করা হয়েছে ‘গ্লোবাল স্টার’ বা বৈশ্বিক তারকা হিসেবে। ব্যাঙ্গালুরুর এক সাধারণ তরুণী থেকে বলিউডের জনপ্রিয় নায়িকা, অতঃপর বৈশ্বিক পর্যায়ে নিজেকে মেলে ধরা সেই তারকার নাম দীপিকা পাড়ুকোন।

‘টাইম’র নতুন প্রচ্ছদ করা হয়েছে তাকে দিয়ে। এতে বলা হয়েছে, বলিউডকে বিশ্বের কাছে নয়, বরং বলিউডের কাছে বিশ্বকে নিয়ে আসতে চেয়েছেন দীপিকা। বিশেষ ফটোশুটের সঙ্গে দীপিকাকে নিয়ে বিশাল প্রতিবেদন ছেপেছে ‘টাইম’। সেখানে তাকে ভারতের সবচেয়ে জনপ্রিয় ও সর্বোচ্চ সম্মানীপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ক্যারিয়ারে বিভিন্ন কারণে রাজনৈতিক জটিলতার মধ্যে পড়তে হয়েছে দীপিকাকে। তার অভিনীত ‘পদ্মাবত’ ছবিটি কার্নি সেনার (হিন্দু সংগঠন) তীব্র বিরোধিতার মুখে পড়েছিল, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রতিবাদরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, আবার মাস কয়েক আগে মুক্তি পাওয়া ‘পাঠান’ ছবিতে গেরুয়া রঙের বিকিনি পরার কারণেও তোপের মুখে পড়েন তিনি।

এসব প্রসঙ্গে দীপিকা কী ভাবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সত্যি হলো, এসব নিয়ে আমি কিছুই অনুভব করি না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত