বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ‘বর্ণমালা’
প্রকাশ : ১৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত হলো ক্যালিগ্রাফি ও টাইপোগ্রাফি প্রদর্শনী। ‘বর্ণমালা’ শিরোনামের এ প্রদর্শনী শেষ হয় ১৩ মে। ক্রেয়নম্যাগ এর আয়োজন করে। বাংলাদেশের সব ভাষাভাষী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ মে এ প্রদর্শনীর শুরু হয়। প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শিল্পী অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে রয়েছেন অরূপ বাউল, জান্নাতুল ফেরদৌস, শুভ্র ধর, আব্দুল বাতেন সরকার, মনোয়ার হোসেন শাহ, মো. মোরসালিন বিন কাশেম, ওবাইদুল্লাহ ওমর, উপল রায় চৌধুরী, মেহনাজ তাবাসসুমসহ অনেকে। শেষ দিনে তাদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র। আয়োজনের শেষ দিনে অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য আরোমা দত্ত, নির্মাতা ও অভিনেত্রী রোকেয়া প্রাচী, কবি সৈনিক অসীম সাহা প্রমুখ। আরোমা দত্ত বলেন, বরাবরের মতো ক্রেয়নম্যাগ তার ভিন্নধর্মী পরিচয় বজায় রেখেছে। ইংরেজি, আরবি এসব ভাষা নিয়ে লিপিচিত্র অনেক হয়। বাংলা ভাষা, আদিবাসীদের ভাষা নিয়ে এরকম আয়োজন সত্যিই সময়োপযোগী। ক্রেয়নম্যাগের প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশাদ দিতান বলেন, এবছর বাংলা ভাষা ছাড়াও আমরা বাংলাদেশের সব ভাষার প্রতি দৃষ্টি দিয়েছি।