ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুলু যেভাবে ফারুক হলেন

দুলু যেভাবে ফারুক হলেন

নায়ক ফারুক হিসেবে সবার কাছে পরিচিত তিনি। ঢালিউডের সত্তর ও আশির দশকে জনপ্রিয়তার সঙ্গে কাজ করেছিলেন। এর পর জ্যেষ্ঠ চরিত্রের ভূমিকায়ও তার অভিনয় দর্শকের নজর কেড়েছে। মজার ব্যাপার হলো, যেই নামে তিনি খ্যাতি অর্জন করলেন, কালজয়ী হলেন, সেটা তার আসল নাম নয়! ফারুকের আসল নাম আকবর হোসেন পাঠান দুলু। পরিবার, বন্ধু-স্বজনদের কাছে তিনি দুলু নামেই পরিচিত। তাহলে ফারুক নামটি কীভাবে এলো? সেই গল্প তিনি নিজেই জানিয়েছিলেন ২০১৬ সালে বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে। ফারুক জানান, অভিনেতা এটিএম শামসুজ্জামান, চলচ্চিত্র পরিচালক এইচ আকবর ও ফারুক নামের এক বন্ধুর পরামর্শে তিনি ‘ফারুক’ নামটি ধারণ করেছিলেন। সেই ঘটনা জানিয়ে অভিনেতা বলেছিলেন, ‘ছয় দফা আন্দোলনের পর আমি ওয়ান্টেড ছিলাম, যে কারণে নাম দিয়ে দিল ফারুক। ওরা বলল, এ নামে তোমাকে প্রথমে কেউ ধরবে না। দ্বিতীয়ত, চলচ্চিত্রের নামগুলো ছোট হলে ভালো হয়, সুন্দর হয়- যেমন রাজ্জাক, উজ্জল, ফারুক, আলমগীর, শাবানা; নাম ছোট হলে ক্যাচি হয়।’ এর পর এ নামেই সিনেমায় কাজ শুরু করেন তিনি। মুক্তিযুদ্ধ শুরুর আগেই রুপালি ভুবনে নাম লেখান। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ তার প্রথম সিনেমা। এটি মুক্তি পায় ১৯৭১ সালে। ফারুকের জন্ম ১৯৪৮ সালের ১৮ আগস্ট, মানিকগঞ্জের ঘিওর উপজেলায়। তবে বেড়ে উঠেছেন পুরান ঢাকায়। বরেণ্য এ নায়ক ১৫ মে সকালে মারা গেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত