বিষণ্ন মনে স্মৃতির পাতা ওল্টালেন ববিতা
প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
রুপালি পর্দায় স্বর্ণালি অধ্যায় রেখে চলে গেলেন নায়ক ফারুক। সত্তর ও আশির দশকে ঢাকাই সিনেমার প্রথম সারির নায়ক ছিলেন তিনি। বহু দর্শকনন্দিত ছবি উপহার দিয়ে যেমন নিজে সফল হয়েছেন, তেমনি শেষ বয়সে এসে অভিভাবক হয়ে নেতৃত্ব দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। তাই ফারুকের মৃত্যুতে শোকের মাতম বইছে ঢালিউড পাড়ায়। লম্বা ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গেই জুটি বেঁধেছেন ফারুক। তবে সবচেয়ে সফল বলা যায় ফারুক-ববিতা জুটিকে। তারা একসঙ্গে অনেক কালজয়ী ছবি উপহার দিয়েছেন।
‘আবার তোরা মানুষ হ’, ‘গোলাপি এখন ট্রেনে’, ‘নয়নমনি’, ‘আলোর মিছিল’, ‘লাঠিয়াল’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘মিয়া ভাই’সহ ৩০টির বেশি ছবিতে কাজ করেছেন তারা। তাই ফারুকের মৃত্যু মেনে নিতে পারছেন না ববিতা। ববিতা বললেন, ক্যারিয়ারের প্রথম থেকেই ফারুক ভাইয়ের সঙ্গে কাজ করেছি। সেসব ছবি মাইলস্টোন হয়ে আছে। আমরা যখন শীতের মধ্যে সেই মানিকগঞ্জে শুটিং করতাম, অধীর আগ্রহে অপেক্ষায় থাকতাম, কখন আমাদের শট আসবে। কত কত স্মৃতি তার সঙ্গে মিশে আছে। সব যেন চোখে ভাসছে। তার সঙ্গে শেষ দেখা ২০১৮ সালে, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’র মঞ্চে।