১৬ মে পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবের। ফ্রান্সের কান শহরে প্রতি বছর বসে সিনেমার এ আয়োজন। এবার অনুষ্ঠিত হচ্ছে উৎসবটির ৭৬তম আসর। এ আসরে ভারতের তিনটি ছবি দেখানো হয়। এগুলো হলো- ‘কেনেডি’, ‘আগ্রা’ ও ‘ইশানউ’।
কেনেডি : ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত বলিউডের দাপুটে নির্মাতা অনুরাগ কাশ্যপ। নিজের চেনা ডার্ক থ্রিলার ধাঁচে বানিয়েছেন নতুন ছবি ‘কেনেডি’। এতে অভিনয় করেছেন সানি লিওন, রাহুল ভাট ও অভিলাষ থাপ্লিয়াল।
আগ্রা : কানু বেহল নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন ‘আশিকী’ খ্যাত রাহুল রায়। ছবিটির মাধ্যমে প্রত্যাবর্তন ঘটছে নব্বই দশকের এ তারকার। এ ছাড়া আছেন প্রিয়াঙ্কা বোস, মহিত আগারওয়াল, রুহানি শর্মা, বিভা চিব্বার প্রমুখ।
ইশানউ : মণিপুরি নির্মাতা আরিবাম স্যাম শর্মা নির্মিত ১৯৯০ সালের ছবি এটি। উৎসব চলবে ২৭ মে পর্যন্ত।