ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মৃণাল ও তার বায়োপিক নিয়ে সৃজিত-চঞ্চলের ভাবনা

মৃণাল ও তার বায়োপিক নিয়ে সৃজিত-চঞ্চলের ভাবনা

উপমহাদেশে যে ক’জন নির্মাতা সিনেমার ভাষা শিখিয়েছেন, পরবর্তী প্রজন্মের জন্য পথের বিস্তার করেছেন, তাদের একজন মৃণাল সেন। সত্যজিৎ রায়ের পর তাকেই ভারতীয় চলচ্চিত্রের সেরা নির্মাতা গণ্য করা হয়। মৃণাল সেনের জীবনের ঘটনাপ্রবাহ নিয়ে সিনেমা বানাচ্ছেন টলিউডের সৃজিত মুখার্জি। নাম দিয়েছেন ‘পদাতিক’। ছবিটির শুটিং শেষ। বর্তমানে চলছে পোস্ট প্রডাকশনের কাজ। এতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। চঞ্চল বললেন, আমার চেষ্টা ছিল তার ভেতরকার অনুভূতি ধারণ করার।

মৃণাল সেন নির্মিত ‘পদাতিক’ মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে। সেই একই নামে তার বায়োপিক নির্মাণ করছেন সৃজিত মুখার্জি। সৃজিতের ভাষ্য, একজন ভারতীয় নির্মাতা হিসেবে তার অনেকগুলো দিক ছিল। তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি প্রযোজকদের সঙ্গে বাজেট বাড়ানো নয়, বরং কমানোর জন্য তর্ক করতেন। কারণ তিনি জানতেন, বাজেট বাড়লে কাজের মধ্যে প্রযোজকের হস্তক্ষেপও বাড়বে। তিনি একটা ক্যামেরা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তেন এবং শুটিং প্রক্রিয়া খুব স্বতঃস্ফূর্ত ছিল। আমি যখনই কলকাতা বা ভারতের কোনো শহরে শুটিং করি, তখন যেন মনে মনে মৃণাল সেনকে উদযাপন করি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত