ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘সুড়ঙ্গ’র গল্প সেই ব্যাংক চুরির ঘটনা? জবাব নির্মাতার

‘সুড়ঙ্গ’র গল্প সেই ব্যাংক চুরির ঘটনা? জবাব নির্মাতার

ছোট পর্দার তারকা আফরান নিশো বড় পর্দায় প্রথমবার আসছেন। ছবির নাম ‘সুড়ঙ্গ’। রায়হান রাফীর নির্মাণে ছবিটির শুটিং শেষ হয়েছে বেশ কিছু দিন আগেই। ১০ মে প্রকাশ করা হয়েছে ‘সুড়ঙ্গ’র টিজার। প্রায় দেড় মিনিটের এ ঝলকে দেখা দিয়েছেন আফরান নিশো। ছোট্ট এ ঝলক দেখে অনেকেই ছবিটির গল্প আঁচ করছেন। ২০১৪ সালের একটি চুরির ঘটনার সঙ্গে এ ছবির মিল পাচ্ছেন কিছু দর্শক। ওই বছর কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের শাখা থেকে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়ে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি করে সোহেল নামের একজন। ২ বছর ধরে সুড়ঙ্গ করলেও চুরির মাত্র দুই দিনের মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ে সে। এদিকে ‘সুড়ঙ্গ’ সিনেমার টিজারে দেখা যায়, শার্ট-লুঙ্গি পরা আফরান নিশো একটি সুড়ঙ্গের ভেতরে ঢুকছেন। তার চোখে-মুখে রহস্যের ছাপ। এ কারণেই বাস্তব ঘটনাটির সঙ্গে ছবিটিকে মেলাচ্ছেন অনেকে। নির্মাতা রায়হান রাফী বলেন, টিজারের মাধ্যমে এটাই আমি চেয়েছিলাম। ছোট্ট একটা ঝলক দেখে দর্শক চিন্তা করবে, নানান ভাবনা আসবে তাদের মাথায়, ছবিটি নিয়ে কথা বলবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত