আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুলক রাজের ‘ললাট’
প্রকাশ : ২২ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
ইংল্যান্ডের পাইনউড স্টুডিওর অধীনে লিফট অব গ্লোবাল নেটওয়ার্কের আয়োজনে লিফট অব ফিল্মমেকার সেশন প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছে পুলক রাজ নির্মিত বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ললাট।
নির্মাতা পুলক রাজ জানান, লিফট অব গ্লোবাল নেটওয়ার্ক টিম ও দায়রা পরিচালক ই-মেইল বার্তায় উৎসবে ললাট নির্বাচিত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। নির্মাতা আরও জানান, নির্বাচিত চলচ্চিত্রগুলোকে বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দেয়াই এ প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প, স্ক্রিপ্ট, চিত্রনাট্য ও পরিচালনার কাজ করেছেন পুলক রাজ নিজেই। পুলক রাজ বলেন, তিন মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ললাট’। একজন মানসিক ভারসাম্যহীন নারীর বাস্তব জীবনের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ললাট। এতে অভিনয় করেছেন বেনজীর আহমেদ লিয়া, শেখ আনিসুর রহমানসহ আরও অনেকে। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন ইমরুল হাসান।