জয়ার নতুন ফটোশুটের ছবি
প্রকাশ : ২৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
সময় কিংবা বয়সের সঙ্গে যার রূপের আজন্ম দ্বৈরথ, সেই জয়া আহসান নতুন ফটোশুটের একগুচ্ছ ছবি ২০ মে শেয়ার করলেন অনুসারীদের সঙ্গে। ছবির ক্যাপশনে একটি কবিতার আশ্রয় নিয়েছেন জয়া। আরণ্যক বসুর নন্দিত কবিতা ‘মনে থাকবে?’ থেকে চারটি লাইন সেঁটে দিয়েছেন অভিনেত্রী। তা হলো- ‘এই জন্মের দূরত্বটা, পরের জন্মে চুকিয়ে দেবো/ এ জন্মের চুলের গন্ধ, পরের জন্মে থাকে যেন/ এই জন্মের মাতাল চাওয়া, পরের জন্মে থাকে যেন/মনে থাকবে?’
বলা বাহুল্য, যে স্থিরচিত্রে জয়া নিজেই কবিতার মতো স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন, সেটার ক্যাপশনে এমন কবিতার চেয়ে মানানসই আর কী হতে পারে! অনাড়ম্বর, অথচ মুগ্ধতা জাগানিয়া এ রূপে জয়াকে দেখে ভালোলাগা প্রকাশে কার্পণ্য করছেন না তার অনুসারীরা। মন্তব্যের ঘরে চোখ রাখলেই সেটার নজির মিলছে।
কেউ কেউ তো এক জন্ম নয়, শতজন্ম ধরে মনে রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন! এ মুহূর্তে জয়া আহসান রয়েছেন কলকাতায়। কারণ তার নতুন ছবি ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে ২ জুন। তাই ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। কৌশিক গাঙ্গুলি নির্মিত এ ছবির ট্রেলার সম্প্রতি প্রকাশ হয়েছে।