ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সুস্মিতা সেনের ‘মিস ইউনিভার্স’ জেতার ২৯ বছর

সুস্মিতা সেনের ‘মিস ইউনিভার্স’ জেতার ২৯ বছর

২৯ বছর আগে সুস্মিতা সেনের মাথায় উঠেছিল ‘মিস ইউনিভার্স’-এর মুকুট। এ বিশেষ দিনটি স্মরণ করে পোস্টও করেন বিশ্ব সুন্দরী। গত রোববার ভোরবেলায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পুরোনো ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে আবেগঘন ক্যাপশন। নিজের থ্রোব্যাক ছবির সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী লিখেন, এ ছবিটি ঠিক ২৯ বছরের পুরোনো, অসাধারণ মানুষ ও দুর্দান্ত ফটোগ্রাফার প্রবুদ্ধ দাশগুপ্তর তোলা। এ ছবির অপক্বতায়, ১৮ বছর বয়সি আমাকে তিনি খুব সুন্দর করে বন্দি করেছিলেন... মুখে হাসি নিয়ে বলেছিলেন, তুমি বুঝতে পারছ যে, তুমিই প্রথম মিস ইউনিভার্স, যার ছবি আমি তুললাম... আমি খুব গর্বিত স্বরে বলেছিলাম, এটা আসলে ভারতের সর্বপ্রথম মিস ইউনিভার্স। পৃথিবীর আরও ৭৭টি দেশ থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে এ প্রতিযোগিতায় জিতেছিলেন সুস্মিতা সেন। ১৯৯৪ সালে তিনিই প্রথম ভারতীয় নারী, যিনি মিস ইউনিভার্স-এর খেতাব জেতে। সুস্মিতা সেনকে এর পর দেখা যাবে ‘আরিয়া ৩’-এ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত