ফারুকের শূন্য আসন
এবার দাবি উঠল আলমগীরকে নিয়ে
প্রকাশ : ২৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
চেয়ার নিয়ে কাড়াকাড়ির চর্চা ঢালিউডে নতুন নয়। চেয়ার-পদের জন্য মরিয়া হয়ে একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য থেকে শুরু করে আদালত পর্যন্ত হাজির হয়েছেন সিনেমার শিল্পীরা। কিন্তু অভিভাবকতুল্য নায়কের প্রয়াণের পরই যেভাবে তার সংসদীয় আসন দখলের জন্য কোমরে গামছা বেঁধে নেমে পড়েছেন কিছু শিল্পী, তাতে খানিকটা বিস্মিতই হচ্ছেন সাধারণ মানুষ। হ্যাঁ, ঢাকা-১৭ আসনের কথাই বলা হচ্ছে। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক এ আসনের এমপি ছিলেন। ১৫ মে তিনি মারা গেছেন। এ কারণে আসনটি শূন্য হয়ে পড়েছে। তাই এ আসনের সংসদ সদস্য হওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন কিছু শিল্পী। শুরুটা করেছেন নাটকের অভিনেতা সিদ্দিকুর রহমান। অভিনয়ে নিজেকে গ্রহণযোগ্য অবস্থানে নিতে পারেননি তিনি। সাম্প্রতিক সময়ে নাটকে তার চাহিদাও নেই। তাই ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে চিত্রনায়ক ওমর সানী দাবি তুললেন চিত্রনায়ক ফেরদৌসের জন্য। ওমর সানীর মতে, ফেরদৌস দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। চাওয়া-দাবির এ মিছিলে নতুন করে যোগ হলো কিংবদন্তি অভিনেতা আলমগীরের নাম। না, তিনি নিজে কিছু বলেননি। বরং তার জন্য আওয়াজ তুলেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমান। সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে এ বিষয়ে নিজের ভাবনা জানিয়েছেন তিনি।