ঢাকা ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দর্শকের ওপর ক্ষোভ ঝাড়লেন অমিতাভ

দর্শকের ওপর ক্ষোভ ঝাড়লেন অমিতাভ

শিল্পীদের দোষারোপ করায় দর্শকের ওপর ক্ষোভ ঝাড়লেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি নিজের এক ব্লগ পোস্টে তিনি এ কথা বলেন। এতে তিনি লিখেছেন, বাইরের মানুষের কাছে সমালোচনা করা সহজ। তবে অতিমাত্রায় করা সৃজনশীল মানুষদের প্রতি অন্যায়। খুব অল্প মানুষই সৃজনশীল মানুষদের কষ্ট বুঝে।

এ সময় তিনি আরও বলেন, বেশিরভাগ সময় খারাপ পারফম্যান্সের জন্য মানুষ শিল্পীদের ওপর দায় চাপাতে পছন্দ করেন। তারা বুঝতে চান না, এর ফলে শিল্পীদের নেতিবাচক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। তারা অনুমানের ওপর ভিত্তি করে কথা বলেন, অপরদিকে আমাদের সবসময় ভয়ের মধ্যে থাকতে হয়, যা সম্পর্কে দর্শক অবগত থাকেন না। বিগ-বি বলেন, কোনো সৃজনশীল ব্যক্তিই এগুলো নিয়ে আলোচনা করে নিজেদের মূল্যবান সময় নষ্ট করতে চান না। তারা শুধু শুনে যান এবং সব সময় ভয়ের মধ্যে থাকেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত