পরিচালক সমিতির কার্যনির্বাহী কমিটিকে বাচসাসের বয়কট

প্রকাশ : ৩০ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তরকে পরিচালক সমিতির প্রাঙ্গণে নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে বাচসাস ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল। সেই সময়সীমা পার হয়েছে। কিন্তু এ সময়ের মধ্যে পরিচালক সমিতি আহমেদ তেপান্তরের বিরুদ্ধে দেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার না করায় সভায় কাজী হায়াৎ-শাহীন সুমন নেতৃত্বাধীন পরিচালক সমিতির কার্যনির্বাহী কমিটিকে বয়কট করে বাচসাস। ২৬ মে রাজু আলীমের সভাপতিত্বে বাচসাসের কার্যনির্বাহী পরিষদে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, বয়কট চলাকালীন পরিচালক সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের কোনো সংবাদ প্রকাশ ও প্রচার করা হবে না। এ ছাড়া সভায় সবাই এ বিষয়ে একমত পোষণ করেন যে, সাংবাদিকতা পেশার মান ও মর্যাদা রক্ষায় বাচসাসের এ সিদ্ধান্ত জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে (উভয় অংশ), ডিইউজে (উভয় অংশ), ডিআরইউ, ক্র্যাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, বিসিআরএ, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি), সিজেএফবিসহ সব সাংবাদিক সংগঠনকে অবহিত করা হবে।