কানে লা সিনেফ শাখা জয় করল ৩ তরুণী

প্রকাশ : ৩১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

মূলত গোটা বিশ্বের সিনেমা স্কুলের শিক্ষার্থীদের পাদপ্রদীপের নিচে তুলে ধরার জন্যই কান চলচ্চিত্র উৎসব চালু করেছে ‘লা সিনেফ’ বিভাগ। আয়োজন বিচারে উৎসবের বয়স এবার ৭৬ হলেও, লা সিনেফের বয়স মাত্র ২৬। লক্ষণীয় তথ্য হলো, এবার মূল প্রতিযোগিতা থেকে শুরু করে কান উৎসবের বেশিরভাগজুড়েই রয়েছে নারী নির্মাতাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ। এর মধ্যে মূল প্রতিযোগিতায় লড়ছেন ৭ নারী নির্মাতা। ২৪ মে প্রকাশ হয় ৬২তম ‘কান ক্রিটিকস উইক’ পুরস্কার। যাতে ১০ হাজার ইউরোর ‘গ্র্যান্ড প্রাইজ’ জিতে নেন মালয়েশিয়ান নারী নির্মাতা আমান্ডা নেল ইউ। হরর ঘরানার এ ছবিটির নাম ‘টাইগার স্ট্রাইপস’। মালয়েশিয়ান নারী নির্মাতার জয়ধ্বনি কানসৈকতে মিলিয়ে যাওয়ার আগেই ২৫ মে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) পালে দে ফেস্টিভ্যাল ভবনের বুনুয়েল থিয়েটারে ২৬তম লা সিনেফ শাখার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। যার মধ্য দিয়ে উঠে আসেন ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া ও মরক্কোর তিন শিক্ষার্থী। তিনজনই নারী।