ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আব্বাস উদ্দিন ও উদয় শংকর স্মরণে শিল্পকলা একাডেমির আয়োজন

আব্বাস উদ্দিন ও উদয় শংকর স্মরণে শিল্পকলা একাডেমির আয়োজন

বিশিষ্ট লোকসংগীত শিল্পী আব্বাসউদ্দীন ও বিশিষ্ট নৃত্যশিল্পী উদয় শংকর স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অনুষ্ঠানের আয়োজন করেছে। ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ শীর্ষক এ অনুষ্ঠান জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আব্বাসউদ্দীন আহমদকে নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইম রানা। আলোচনা করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার ও শিল্পী আব্বাস উদ্দীনের দৌহিত্র শারমিনী আব্বাসী। অনুষ্ঠানে লোকসংগীত সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বহুমুখী কার্যক্রমের কথা তুলে ধরেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সভাপতির বক্তব্য রাখেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। দ্বিতীয় পর্বে শুরু হয় বিশিষ্ট নৃত্যশিল্পী উদয় শংকর স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বক্তব্য উপস্থাপন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আলতাফ হোসেন ও বিশিষ্ট নৃত্যশিল্পী আমানুল হক। মূল প্রবন্ধ পাঠ করেন নিগার চৌধুরী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত