ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

এক মঞ্চে ৯ ব্যান্ড আসছে

এক মঞ্চে ৯ ব্যান্ড আসছে

দেশের উত্তরাঞ্চলের বহু মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। সেসব মানুষের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। যেটার নাম ‘এমপ্যাথি ২০২৩’। ২ জুন রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। যৌথভাবে এর আয়োজন করেছে ‘রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা অর্কিড’ ও ‘শ্যাডো’। বিশেষ এ কনসার্টে মানবকল্যাণে গান পরিবেশন করবে দেশের একাধিক প্রজন্মের ৯টি ব্যান্ড। এগুলো হলো ‘ওয়ারফেইজ’, ‘আর্টসেল’, ‘শিরোনামহীন’, ‘অ্যাশেজ’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘কার্নিভাল’, ‘অড সিগনেচার’, ‘গল্প’ ও ‘ব্লু টাচ’। এ ছাড়া কনসার্টের শুরুতে দর্শকদের স্বাগত জানানোর জন্য থাকছেন বাংলার মিস্টার বিন খ্যাত রাশেদ শিকদার। কনসার্টটি নিয়ে আয়োজকরা জানান, মানুষ ও মানবতার খাতিরে এ কনসার্টের আয়োজন। ২ জুন দুপুর ২টায় কনসার্টস্থলের গেট খুলে দেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত