ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘নদীর কূল’-এ আবেগে ভাসালেন বগা ও অর্ণব

‘নদীর কূল’-এ আবেগে ভাসালেন বগা ও অর্ণব

পল্লীকবি জসীম উদ্দীনের লেখা কালজয়ী গান ‘নদীর কূল নাই কিনার নাই রে’। এ গানের মূল শিল্পী আব্বাসউদ্দীন আহমদ। তবে বিভিন্ন সময় গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন অনেকেই। এবার কোক স্টুডিও বাংলা নতুন করে ফিরিয়ে আনল গানটিকে। এতে কণ্ঠ দিয়েছেন রিপন কুমার সরকার। যিনি বগা তালেব নামেই বেশি পরিচিত। ২৫ মে রাত ৯টায় ইউটিউবে ‘কোক স্টুডিও বাংলা’ চ্যানেলে উন্মুক্ত করা হয় ‘নদীর কূল’। এর পর থেকেই গানটি ভাসছে প্রশংসার জোয়ারে। প্রথম ঘণ্টাতেই ৯০ হাজারের বেশি ভিউ। সঙ্গে ১০ হাজারের বেশি লাইক এবং এক হাজরের বেশি মন্তব্য। পল্লীকবি জসীম উদ্দীন ও কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে সোয়া ৯ মিনিটের এ পরিবেশনায়। লোকসংগীতের মূল আবেগটি অক্ষুণ্ন রেখে এ গানে যুক্ত করা হয়েছে আধুনিক কিছু বিষয়। সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব গানের স্বরে গতিশীল নদীর তরঙ্গকে ফুটিয়ে তুলেছেন। নদীর প্রকৃতিই এমন, কখনও শান্ত, কখনও উত্তাল; কখনও আনন্দময়, আবার কখনও বিষণ্ন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত