ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

স্বর্ণপাম জিতলেন ফরাসি নারী

স্বর্ণপাম জিতলেন ফরাসি নারী

আগেই অনুমান করা হয়েছিল, এবার শেষ হাসিটা হাসবেন কোনও এক নারী নির্মাতা। সেটাই সত্যি হলো। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ স্বীকৃতি স্বর্ণপাম (পাম দ’র) জিতলেন ফরাসি নারী জাস্টিন ত্রিয়েত। তার পরিচালিত অ্যানাটমি অব অ্যা ফল পুরস্কারটি পেয়েছে। ২৭ মে কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে জাস্টিন ত্রিয়েতের হাতে স্বর্ণপাম তুলে দেন আমেরিকান অভিনেত্রী জেন ফন্ডা। ‘অ্যানাটমি অব অ্যা ফল’ ছবির গল্পে দেখা যায়, তুষারপাতে স্বামীর মৃত্যুর পর তাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয় জার্মান লেখক সান্ড্রা। আদালতে বিচারকার্যের সময় নিজেকে নির্দোষ প্রমাণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় সে। এর চিত্রনাট্য লিখেছেন জাস্টিন ত্রিয়েত ও আর্থার হারারি। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগের জুরি প্রেসিডেন্ট ছিলেন রুবেন অস্টলান্ড। দুইবারের স্বর্ণপাম জয়ী এ সুইডিশ নির্মাতার নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করেছেন ‘ক্যাপ্টেন মারভেল’ তারকা ব্রি লারসন, আমেরিকান অভিনেতা পল ড্যানো, মরোক্কান পরিচালক মরিয়ম টুজানি, ফরাসি অভিনেতা দঁনি মিনোশেঁ, জাম্বিয়ান-ওয়েলশ পরিচালক-চিত্রনাট্যকার রুঙ্গানো নিয়োনি, আফগান কথাসাহিত্যিক-নাট্যকার আতিক রহিমি, আর্জেন্টাইন পরিচালক দামিয়ান সিফ্রন এবং স্বর্ণপাম জয়ী ফরাসি পরিচালক জুলিয়া দুকুরনো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত