আগস্টে আসছে ‘১৯৭১ সেই সব দিন’

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

নন্দিত অভিনেতা, নাট্যকার ড. ইনামুল হকের ভাবনায় নির্মিত হয়েছে একটি ছবি। নাম ‘১৯৭১ সেই সব দিন’। নির্মাণ করেছেন তারই কন্যা হৃদি হক। ২৯ মে সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ছবিটির ব্যানার, পোস্টার ও ট্রেলার উন্মোচন করা হয়। সেই সঙ্গে জানানো হয়, শোকের মাস আগস্টের ১৮ তারিখে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। ২০২১ সালে প্রয়াত হয় ইনামুল হক। তবে তার অপূর্ণ স্বপ্নটা পূরণ করলেন কন্যা হৃদি। ২৯ মে তার আশিতম জন্মদিনেই তাই ছবির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেতা মামুনুর রশীদ, আবুল হায়াত, আফজাল হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতো গুণীজনরা। ছবিটি নিয়ে নির্মাতা হৃদি হক বলেছেন, মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসরে এটি বানিয়েছি। চেষ্টা, যত্নে ত্রুটি রাখিনি। এখন দর্শকের সামনে নিয়ে আসার অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে আগামী ১৮ আগস্ট ছবিটি মুক্তি পাবে।