ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘মুখ ও মুখোশ’র অভিনেত্রী পিয়ারী বেগম মারা গেছেন

‘মুখ ও মুখোশ’র অভিনেত্রী পিয়ারী বেগম মারা গেছেন

দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র অন্যতম অভিনেত্রী পিয়ারী বেগম মারা গেছেন। ৩০ মে দুপুর ২টায় উত্তরার নিজ বাসায় তার মৃত্যু হয়। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার পুত্র রবিউল আমিন। অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ঢাকায় চলচ্চিত্র নির্মাণের ইতিহাস প্রায় শত বছরের। তবে প্রথম সবাক চলচ্চিত্র নির্মাণ শুরু হয় ১৯৫৪ সালে। ‘মুখ ও মুখোশ’ নামের সেই ছবি মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট। যা ঢাকাই সিনেমায় নতুন দিগন্তের সূচনা করে। এ সিনেমার অন্যতম অভিনেত্রী ছিলেন পিয়ারী বেগম। তিনি ছাড়াও ছবিটিতে অভিনয় করেন ইনাম আহমেদ, পূর্ণিমা সেনগুপ্ত, জহরত আরা, রহিমা খাতুন, বিলকিস বারী, আমিনুল হক ও কাজী সিকান্দার। ছবিটি নির্মাণ করেছিলেন আব্দুল জব্বার খান। তাকে অভিনয়েও দেখা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত