ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফিল্মফেয়ার পুরস্কার যখন বাথরুমের দরজার হাতল!

ফিল্মফেয়ার পুরস্কার যখন বাথরুমের দরজার হাতল!

নাসিরুদ্দিন শাহ বাথরুমের দরজার হাতল হিসেবে ব্যবহার করেন ফিল্মফেয়ার পুরস্কার। তার চোখে পুরস্কারের কোনো মূল্যই নেই, সবটাই লবির ফসল। দীর্ঘ ক্যারিয়ারে পেয়েছেন অজস্র পুরস্কার। এখনও পর্যন্ত নিজের ফিল্মি ক্যারিয়ারে ৩টি জাতীয় পুরস্কার জিতেছেন। তার ঝুলিতে রয়েছে তিনটি ফিল্মফেয়ার পুরস্কার। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার কাছে এসব পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চাওয়া হয়। পাশাপাশি জানতে চাওয়া হয়, সত্যি কি তার বাড়িতে দরজার হাতল হিসেবে পুরস্কার ব্যবহৃত হয়? সোজাসাপ্টা ভঙ্গিতে অভিনেতা বলেন, আমি ওই অ্যাওয়ার্ডগুলো নিয়ে গর্বিত নই।

আমি তো শেষ দুটো পুরস্কার গ্রহণ করতেও যাইনি। তাই যখন আমি খামারবাড়ি বানানোর সিদ্ধান্ত নিই, তখন সেই অ্যাওয়ার্ডগুলো ওখানে রাখার ব্যবস্থা করি। যারাই ওয়াশরুমে যাবে তারা দুটো অ্যাওয়ার্ড হাতে পাবে, কারণ বাথরুমের দরজার হ্যান্ডেল ফিল্মফেয়ার পুরস্কার দুটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত