ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ফের ধরা পড়ল উর্বশীর মিথ্যাচার

ফের ধরা পড়ল উর্বশীর মিথ্যাচার

শুধু গ্ল্যামারকে পুঁজি করে বলিউডে টিকে আছেন উর্বশী রাউতেলা। ক্যারিয়ারে কোনো সফল ছবি নেই, নতুন কোনো সিনেমায়ও সেভাবে ডাক পাচ্ছেন না। তবু বিভিন্ন সময়ই তাকে ঘিরে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে চর্চা চলে। আর সেসব চর্চার সবটাই ব্যক্তিগত ঘটনাকেন্দ্রিক।

এবার একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনায় উর্বশী। সম্প্রতি তিনি দাবি করেছেন যে, প্রয়াত অভিনেত্রী পারভীন ববির বায়োপিকে অভিনয় করছেন তিনি। একটি চিত্রনাট্যের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি খবরটি প্রকাশ করেন। সঙ্গে বলেন, বলিউড ব্যর্থ হয়েছে পারভীন ববি; কিন্তু আমি আপনাকে গর্বিত করব। এর আগে ৭৬তম কান উৎসবে গিয়েও ছবিটির কথা বলেছিলেন তিনি। তার দাবি ছিল, এ ছবির ফটোকল লঞ্চের (সিনেমা সংশ্লিষ্টদের ছবি তোলা পর্ব) জন্যই তিনি উৎসবে এসেছেন। যদিও তখন ছবি সংশ্লিষ্ট কোনো নির্মাতাণ্ডকুশলী বা প্রযোজকের উপস্থিতি সেখানে ছিল না। এদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছে যে, পারভীন ববির বায়োপিকের খবরটি একেবারে ভিত্তিহীন। অর্থাৎ উর্বশী মিথ্যাচার করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত