আধুনিক ও নজরুলগীতির সংগীতশিল্পী রেহানা সিদ্দিকী। তার স্বামী প্রয়াত বুরহান সিদ্দিকী ছিলেন বাংলাদেশ পুলিশের আইজি। তিনিও রবীন্দ্রসংগীত শিল্পী ছিলেন। গানের প্রতি দু’জনের প্রচণ্ড ভালোবাসা। রেহানা সিদ্দিকী ৮০ সালে আমাদের স্বনামধন্য সব শিল্পীর সঙ্গে ডুয়েট গান করেছেন। এরই মধ্যে মোহাম্মদ আলী, আবদুল জাব্বার, সুবীর নন্দী, বুরহান সিদ্দিকী উল্লেখযোগ্য। তিনি মূলত আধুনিক গানের শিল্পী। সংগীতের পাশাপাশি তিনি ছিলেন সমাজসেবী ও নারী কল্যাণে নিবেদিত ব্যক্তিত্ব। তার পৈত্রিক বাড়ি চট্টগ্রামের মিরেরসরাইয়ের সাহেবদিনগর গ্রামে। রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করা রেহানা সিদ্দিকী বর্তমানে বাংলাদেশ সরকারের নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী উনয়ন মনিটরিং কমিটির সদস্য। এ ছাড়া তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী পাচার বিরোধী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্যানিটেশন সম্পর্কিত জাতীয় টাস্ক ফোর্সের সদস্য।