ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘থর ৪’ অর্থহীন ছবি

‘থর ৪’ অর্থহীন ছবি

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অন্যতম ফ্র্যাঞ্চাইজি ‘থর’। এ সিরিজের মোট চারটি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে চতুর্থ ছবি ‘থর : লাভ অ্যান্ড থান্ডার’ মুক্তি পায় গত বছরের জুলাইতে। বক্স অফিসে ছবিটি ভালো ব্যবসা করেছিল বটে। কিন্তু সমালোচকদের কাছ থেকে পেয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই ছবির গল্প-নির্মাণে সন্তুষ্ট হতে পারেননি। ‘থর ৪’-এর ভিজুয়াল ইফেক্টস যে মানসম্পন্ন হয়নি, তা স্বীকার করলেন ছবির মুখ্য তারকা ক্রিস হেমসওয়ার্থও। নিজের ছবির সমালোচনা করলেন তিনিও। তার কাছেও ছবিটিকে ‘অর্থহীন’ লেগেছে। তার ভাষ্য, আমার মনে হয় আমরা শুধু মজা পেয়েছি। কিন্তু এটা আসলে অর্থহীন একটা কাজ হয়েছে। ছবি তৈরি সবসময়ই একটা রাইডের মতো, আর আমি সেটা উপভোগ করি। কিন্তু মানুষ কেমন প্রতিক্রিয়া দেবে, তা আগে থেকে জানা সম্ভব না। ক্রিস জানান, তার ছেলের বন্ধুও ছবিটির সমালোচনা করেছিল। তাদের মতে, এর অ্যাকশন ভালো ছিল, কিন্তু ভিএফএক্স সেই মানের ছিল না। অভিনেতা বললেন, আমি নিজেও সমানভাবে হেসেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত