ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতে এবার ‘৭২ হুরাইন’ ছবি নিয়ে বিতর্ক

ভারতে এবার ‘৭২ হুরাইন’ ছবি নিয়ে বিতর্ক

‘দ্য কাশ্মীর ফাইলস’ বিতর্কের রেশ কাটতে না কাটতে মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’। সেটিও তীব্র সমালোচনার মুখে পড়ে। ধর্মীয় আবেগকে পুঁজি করে, মনগড়া তথ্য তুলে ধরার অভিযোগ রয়েছে ছবিগুলোর বিরুদ্ধে। সেই তালিকায় এবার আরও একটি সংযোজন। নাম ‘৭২ হুরাইন’। ৪ জুন ছবিটির ফার্স্ট লুক টিজার প্রকাশ করা হয়েছে। এরপর থেকেই শুরু বিতর্কের ঝড়। নেট দুনিয়াজুড়ে অনেকেই বলাবলি করছে, আরও একটি ‘প্রোপাগান্ডা’ ছবি আসতে চলেছে। ৫১ সেকেন্ডের এ টিজারে বিশ্বের কুখ্যাত সব জঙ্গির নামণ্ডছবি রাখা হয়েছে। যেমন- ওসামা বিন লাদেন, আজমল কাসাব, ইয়াকুব মেনন, মাসুদ আজহার, হাফিজ সাঈদ প্রমুখ। টিজারের ব্যাকগ্রাউন্ডে একজনের সংলাপ রয়েছে। তিনি বলছেন, আপনি যে জিহাদের পথ বেছে নিয়েছেন, তা আপনাকে সোজা জান্নাতের (স্বর্গ) দিকে নিয়ে যাবে, কুমারী মেয়েরা চিরকাল আপনার থাকবে। নেটিজেনদের অনেকেই এসব ছবির সমালোচনায় সরব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত