ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিনেমায় সরব প্রিয়াঙ্কা জামান

সিনেমায় সরব প্রিয়াঙ্কা জামান

প্রিয়াঙ্কা জামান। নাটক ও সিনেমা দুই জায়গাতেই সমানভাবে কাজ করছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘যেমন জামাই তেমন বউ’। সিনেমাটি দর্শক মহলে প্রশংসিত হয়েছে। নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন প্রিয়াঙ্কা। ছবিটি প্রসঙ্গে তিনি আলোকিত বাংলাদেশকে জানান, যেমন জামাই তেমন বউ-এর গল্পটি দুটি দাম্পতি পরিবারকে কেন্দ্র করে। একটি দম্পতি হলেন ডিপজল ভাই আর মৌ খান। আর একটি দম্পতি আমি আর শ্যামল। বাকিটা দর্শক যারা হলে গিয়ে সিনমাটি দেখননি। সিনেমাটি দেখার আহ্বান জানালাম। আশা রাখি ভালো লাগবে। প্রিয়াঙ্কা আরও জানান, আরও তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামী’ অপূর্ব রানার ‘যন্ত্রণা’ এবং আব্দুল মান্নান পরিচালিত ‘কি করে বলবো প্রিয়তমা’ ছবির কাজ এরই মধ্যে শেষ করেছি। এছাড়া সামনে আরও দুটি সিনেমার কাজ শুরু করব। এছাড়া ছোটপর্দার জন্যও কাজ করছি। এছাড়াও ছোট পর্দাতেও একক ও ধারাবাহিক নাটকের ব্যস্ততাও বাড়ছে। ফজলুল হকের পরিচালনায়, আল আমিন স্বপনের রচনায় ভাইরাল গ্রাম, পরিচালনায়- কামরুল হাসান সুজনের ধারাবাহিক নাটক- ‘কখনো এমন হয়’ পরিচালনা: রিসি জুয়েলের নাটক ‘ঝিঙ্গেফুল’ মুক্তাদির ইবনে সালামের ঈদে সাত পর্বের নাটক গেমের কাজ শেষ হয়েছে। প্রিয়াঙ্কা জামান ক্যারিয়ারের শুরু থেকে ৮৫টি নাটকে অভিনয় করেছেন, আরএফএল, গ্রামীণফোনসহ টিভিসি করেছেন ৩৬টির মতো। প্রিয়াঙ্কা জামান জানান, ছোট ও বড় পর্দায় দর্শকদের সমান ভালোবাসা পাচ্ছি। আমার নির্মাতা ও কোআর্টিস্ট যারা আছেন, তাদের প্রতি কৃতজ্ঞ আমি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত