আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন করণ

প্রকাশ : ২১ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

বিতর্ক থাকলেও বলিউডে করণ জোহরের অবদান নিয়ে কোনো সন্দেহ নেই। বিনোদন জগতে ২৫তম বর্ষপূর্তি হতে যাচ্ছে তার। আর জীবনের এই অন্যতম গুরুত্বপূর্ণ বছরেই করণের মুকুটে লাগছে নতুন পালক। বিশ্ব বিনোদনে তার অবদানের কথা মনে রেখে করণকে সম্মানিত করতে যাচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট। লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সব সদস্যের উপস্থিতিতে পার্লামেন্টে সম্মানিত হতে যাচ্ছেন করণ। আজ ওয়েস্টমিনস্টারের প্রাসাদে হতে যাচ্ছে এই অনুষ্ঠান। সেখানে ‘হাউস অব কমন’ ও ‘হাউস অব লর্ডস’-এর উপস্থিতিতে সম্মানিত হতে যাচ্ছেন বলিউডের এই খ্যাতনামা প্রযোজক-পরিচালক। বলিউডে নিজের কর্মজীবন শুরু করেছিলেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে। তারপর ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি অলবিদা না কেহনা’র মতো জনপ্রিয় সিনেমা পরিচালনা করে বলিউডে নিজস্ব ঘরানা তৈরি করেছেন করণ। পরিচালনার পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকিয়েছেন তিনি। প্রযোজনা করেছেন ‘দোস্তানা’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘ইয়ে জাওয়ানি হ্যা দিওয়ানি’র মতো সিনেমাও। এমনকি, করণের একাধিক সিনেমার শুটিংও হয়েছে ইংল্যান্ডে। ব্রিটেনে ‘কাভি খুশি কাভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো একাধিক হিট সিনেমার শুটিংও করেছেন করণ। এ বার সেই ব্রিটেনেই সম্মানিত হতে যাচ্ছেন তিনি।