ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মানুষ কটাক্ষ করলে কষ্ট পাই : অক্ষয়

মানুষ কটাক্ষ করলে কষ্ট পাই : অক্ষয়

বলিউডে সময়টা ভালো কাটছে না অক্ষয় কুমারের। পরপর কয়েকটি ছবি ফ্লপের পর সমালোচনার মুখে পড়েছেন তিনি। সবশেষ অক্ষয় অভিনীত ‘বচ্চন পা-ে’, ‘সম্রাট পৃথ¦ীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ও ‘রাম সেতু’ সিনেমা বক্স অফিসে একদমই সাড়া ফেলতে পারেনি। আর এ ধারাবাহিকতা নতুন বছরেও বজায় রেখেছে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ভারতে প্রায় দুই হাজার পর্দায় মুক্তি পায় অক্ষয় অভিনীত ‘সেলফি’ সিনেমা। কিন্তু ৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এর পরই অক্ষয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন সমালোচকরা। তবে ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর মন্ত্র জানা আছে এই অভিনেতার।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের নানা বিষয়ে কথা বলেছেন তিনি। যেখানে ‘খিলাড়ি’ জানিয়েছেন, মানুষ হিসেবে কটাক্ষ শুনলে তিনিও কষ্ট পান। অক্ষয় বলেন, ‘আমার জীবনে অনেক চড়াই-উতরাই রয়েছে। এসবের মধ্যে একটি বিষয় কমন। তা হলো- যখন ভালো চলে, তখন সবাই প্রশংসা করেন। আর যখন তার বিপরীতটা ঘটে, তখন মাত্রাতিরিক্ত সমালোচনা করেন।’

মানুষের সমালোচনা অক্ষয়কে কষ্ট দেয়। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘আমিও মানুষ, ভালো বললে ভালো লাগে আর খারাপ বললে কষ্ট লাগে। কিন্তু আমি আমার একটি দক্ষতা নিয়ে গর্বিত। আমি খুব দ্রুত এগিয়ে যেতে পারি। আমি প্রথম যেদিন কাজ শুরু করেছিলাম, সেদিন যে ইচ্ছাশক্তি আমার মধ্যে ছিল, আজও তা অটুট রয়েছে। আপনি সৎভাবে পরিশ্রম করলে তার ফল পাবেন। এভাবেই আমি এই পরিস্থিতি মোকাবেলা করি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত