ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আইফেল টাওয়ারে সিনেমার প্রিমিয়ার!

আইফেল টাওয়ারে সিনেমার প্রিমিয়ার!

পৃথিবীর বিখ্যাত স্থাপনাগুলোর একটি আইফেল টাওয়ার। ১ হাজার ৮৩ ফুট উঁচু এই টাওয়ার প্যারিস তথা ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় কিংবা আইকনিক স্থাপনা। বিশ্ব পর্যটনেও আইফেল টাওয়ারের ভূমিকা অসামান্য। এবার এই বিখ্যাত টাওয়ারেই কি-না হতে চলেছে সিনেমার প্রিমিয়ার! অবাক হওয়ার কারণ নেই। কেননা আইফেল টাওয়ারের নিচতলায় বিভিন্ন স্থাপনা রয়েছে। এর মধ্যে একটি হলো মুভি থিয়েটার। আর সেই থিয়েটারেই দেখানো হয় সিনেমা। তবে নতুন খবর হলো, আইফেল টাওয়ারে প্রথমবারের মতো কোনো ভারতীয় সিনেমার প্রিমিয়ার হবে। এর নাম ‘বাওয়াল’।

ছবিটিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। আগামী জুলাইতে এটি মুক্তি পাবে আমাজন প্রাইম ভিডিওতে। জুলাইয়ের মাঝামাঝিতে আইফেল টাওয়ারে প্রদর্শিত হবে সিনেমাটি। এতে ছবির তারকাদের সঙ্গে ফ্রান্সের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। যদিও প্রিমিয়ারের তারিখ এখনও ঘোষণা করেননি সংশ্লিষ্টরা। তবে ভারতীয় সিনেমায় ‘বাওয়াল’ যে নতুন অধ্যায় সূচনা করতে চলেছে, তা অনস্বীকার্য। ‘বাওয়াল’ নির্মাণ করেছেন নিতেশ তিওয়ারি। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা।

ছবিটি নিয়ে প্রযোজক সাজিদের ভাষ্য, “এটা আমার জন্য খুব স্পেশাল একটি ছবি এবং আমার অন্যতম উচ্চাভিলাষী প্রজেক্ট। এই ছবিটা প্রযোজনা করতে পারা সত্যিই খুব আনন্দের ছিল। ‘বাওয়াল’ নিয়ে আমি গর্বিত।” আগামী ১৫ জুলাই আরও একটি ইতিহাস সৃষ্টি হবে বলিউড সিনেমায়। এ দিন অস্ট্রেলিয়ার বিখ্যাত ‘লর্ডস ক্রিকেট গ্রাউন্ড’-এ প্রদর্শিত হবে ‘৮৩’ সিনেমাটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত