ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শুরুতেই বিতর্ক ‘৭২ হুরেঁ’

শুরুতেই বিতর্ক ‘৭২ হুরেঁ’

গত বছর ‘দ্য কাশ্মির ফাইলস’। চলতি বছরে ‘দ্য কেরালা স্টোরি’। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক ও সমালোচনার রেশ এখনো কাটেনি। এর মধ্যেই প্রকাশ্যে এলো আরেকটি বিতর্কিত ছবির ট্রেলার। পরিচালক সঞ্জয়পূরণ সিংহ চৌহানের ‘৭২ হুরেঁ’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এবার ছবির ট্রেলারকে ছাড়পত্র দেওয়া নিয়ে সেন্সর বোর্ড ও ছবির নির্মাতাদের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব। সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলা সত্ত্বেও গত বুধবার ইউটিউবে দেখা গেছে ছবির ট্রেলার। তবে সেন্সর বোর্ড ছাড়পত্র না দেওয়া পর্যন্ত কোনো প্রেক্ষাগৃহে দেখানো যাবে না সেই ট্রেলার। তা নিয়ে সম্প্রতি মুখ খোলেন ছবির প্রযোজক অশোক পণ্ডিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার দাবি, সেন্সরবোর্ড ‘৭২ হুরেঁ’ ছবিটিকে ছাড়পত্র দিলেও ট্রেলারকে ছাড়পত্র দিতে নারাজ। বোর্ডের এ সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, ‘৭২ হুরেঁ’-র মতো ছবির ওপর যেকোনো প্রকার নিষেধাজ্ঞা জারি করার অর্থ শিল্পীদের স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার খর্ব করা। এদিকে প্রকাশ্যে আসা ’৭২ হুরেঁ’ ছবির প্রথম ঝলকে উঠে এসেছে ওসামা বিন লাদেন, আজমল কসভ, ইয়াকুব মেনন, মাসুদ আজহার, হাফিজ সইদের মতো সন্ত্রাসবাদীদের নাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত