হলিউডে মুখোমুখি বার্বি-ওপেনহাইমার
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত দুই হলিউড চলচ্চিত্র ‘বার্বি’ এবং ‘ওপেনহাইমার’। সিনেমাটি দুটি নিয়ে ভক্তদের যেমন রয়েছে তীব্র কৌতুহল, বক্স অফিসও অপেক্ষায় আছে নতুন ধামাকার। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা অনুসারে, ‘বার্বি’ প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনে ৮০ মিলিয়ন বা তারও বেশি আয় করতে পারে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মার্গট রবি এবং রায়ান গসলিং। অন্যদিকে, সিলিয়ান মারফি অভিনীত ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ বক্স অফিসে প্রথম দিন ৫০ মিলিয়ন আয় করতে পারে। চলচ্চিত্রটি এ বছরের সবচেয়ে প্রত্যাশিত সিনেমা ২১ জুলাই মুক্তি পাবে। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ‘বার্বি’ এবং ‘ওপেনহেইমার’ একসঙ্গে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত মার্কিন বক্স অফিসে প্রায় ২০০ মিলিয়ন আয় করার ইঙ্গিত দিচ্ছে। গ্রেটা গারউইগ পরিচালিত তারকাণ্ডখচিত লাইভ-অ্যাকশন চলচ্চিত্র বার্বিকে ঘিরে গুঞ্জন ক্রমাগত বেড়েই চলেছে কারণ ভক্তরা পরের মাসে সিনেমাটির প্রিমিয়ারের জন্য প্রস্তুত হচ্ছেন।