ঢাকা ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেহজাবীনের পরামর্শ

মেহজাবীনের পরামর্শ

ছোটপর্দার সফল অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় গুণে এরই মধ্যে শোবিজ অঙ্গনে নিজের একটি আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন। আজকের এই অবস্থানে আসতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। সেই উপলব্ধি থেকেই সমাজের অন্য নারীদের প্রতি বেশ কিছু পরামর্শ রাখলেন এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব মেহজাবীন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে নারীদের উদ্দেশ্য করে কিছু কথা লিখেছেন তিনি। মেহজাবীন লিখেছেন, নারী : আপনাকে সব কিছু করতে হবে না। আপনাকে একজন সুপারমম, একজন সুপার হাউসওয়াইফ, একজন সুপার পেশাদার, একজন সুপারম্যান হতে হবে না। কারণ যখন আপনার শরীর আপনাকে সমর্থন করবে না, তখন খুব কম লোকই আপনার ওই পরিশ্রমের কথা মনে রাখবে। এক্ষেত্রে অভিনেত্রীর পরামর্শ, ‘তাই বাইরে যান, ভ্রমণ করুন, হাঁটাহাঁটি করুন, ওয়ার্কআউট করুন, পার্কে যান, জিমে যান, যা আপনাকে চাঙা করে তা খান, নিজেকে ঠিক করুন- আপনার পছন্দের পোশাক পরুন, নিজের মতো থাকুন, নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, কখনো কখনো না বলুন এবং এটি আপনার জন্যই করুন!’ পোস্টের শেষে মেহজাবীন লিখেছেন, বাচ্চারা বড় হয়ে চলে যায়, স্বামীরা সব সময় থাকে না, কাজ সহজেই আপনাকে প্রতিস্থাপন করতে পারে, ঘর আবার নোংরা হয়ে যাবে, তবে আপনার মানসিক স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ এবং আপনি দ্বিতীয়বার সুযোগ নাও পেতে পারেন। ইদানীং নাটকে খুব একটা দেখা যায় না মেহজাবীনকে। বলা চলে, এ মাধ্যম থেকে কিছুটা দূরেই রাখছেন নিজেকে। নতুনদের জন্যই নাকি নাটকে জায়গা ছেড়ে দিচ্ছেন তিনি। এবারের ঈদুল আজহায় তাকে দেখা গেছে ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’-এ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত