হঠাৎ যুক্তরাষ্ট্রে শাকিব খান

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে আছেন। যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২টি মুক্তি পেয়েছে ঈদের আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। এ কারণে দুদিন আগে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। এ বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রিয়তমা সিনেমা মুক্তি পাচ্ছে। মুক্তি উপলক্ষ্যেই আমি সেখানে যাচ্ছি। সেখানে প্রিয়তমা সিনেমাটি দেখব। তবে এবার বেশি দিন থাকব না। ‘প্রিয়তমা’র বিদেশযাত্রার এ খবরটি নিশ্চিত করেছেন স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব। তিনি বলেছেন, অফপিক বা সাধারণ সময়ে এই সংখ্যা ১৪২-এর সমান। সোশ্যাল মিডিয়ায় থিয়েটার লিস্ট শেয়ার করে আমেরিকা ও কানাডার দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন পরিচালক হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান ও সিনেমার প্রধান অভিনেতা শাকিব খান। ৭ জুলাই থেকে সপ্তাহজুড়ে আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে আঠারটি স্টেটের ৩৭টি থিয়েটারে চলবে ‘প্রিয়তমা’। স্টেটগুলো হলো- নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ওহাইও, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, মিশিগান, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, এলাবামা, ওকলাহোমা, কলোরাডো, অ্যারিজোনা, নেভাদা ও ক্যালিফোর্নিয়া। একই দিন থেকে পুরো সপ্তাহজুড়ে কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের চেইনে চারটি প্রভিন্স অন্টারিও, ম্যানিটোবা, অ্যালবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়ার ৫টি থিয়েটারে থাকছে ‘প্রিয়তমা’। প্রিয়তমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। ঈদের দিন (২৯ জুন) ছবিটি দেশের ১০৭টি হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে তা আরো বেড়েছে।