ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘জওয়ান’-এ ন্যাড়া মাথায় শাহরুখের নাচ

‘জওয়ান’-এ ন্যাড়া মাথায় শাহরুখের নাচ

দিন দশেক আগে মুক্তি পেয়েছে শাহরুখ খানের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’-এর প্রিভিউ বা প্রথম ঝলক। সেখানে চমক দিয়েছেন কিং খান। মেট্রো রেলের ভেতরে ন্যাড়া মাথার শাহরুখের অদ্ভুত নাচের দৃশ্য এরই মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার জানা গেল অদ্ভুত এই নাচের কোরিওগ্রাফাররের নাম। যে গানে কিং খান নাচছেন, সেই গানের সঙ্গে বাঙালিদের সম্পর্ক রয়েছে। ‘বে করার করকে হামকো’ এই গানটি ১৯৬২ সালে গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আর যে ছবির জন্য গেয়েছিলেন তার নায়কও বাঙালি।

‘বিশ সাল বাদ’-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিতের বাবা। বিপরীতে ছিলেন ওয়াহিদা রহমান। এত বছর পর সেই গানে শাহরুখ খানকে কোমর দোলাতে দেখে আপ্লুত সবাই। কিন্তু এবার প্রশ্ন, কিং খানের সেই নাচের কোরিওগ্রাফার কে? শাহরুখ জানান, গানের দৃশ্যের আইডিয়া পরিচালক আটলির হলেও তিনি নিজেই কোরিওগ্রাফ করেছেন এই নাচ। সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে আসবে জওয়ান। এতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন দক্ষিণি তারকা বিজয় সেতুপতি ও নয়নতারা। এর মধ্যেই নয়নতারার একটি লুক প্রকাশ পেয়েছে। অ্যাকশন অবতারে দেখা গেছে তাকে। ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত