ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মায়ের বিরুদ্ধে মামলা করলেন বিবেক

মায়ের বিরুদ্ধে মামলা করলেন বিবেক

বলিউড অভিনেতা বিবেক ওবেরয় ও তার স্ত্রী প্রিয়াঙ্কা ওবেরয় জালিয়াতির শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। ১ কোটি ৫৫ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি) প্রতারণার শিকার হয়েছেন তিনি। এর জন্য ব্যবসার অংশীদার সঞ্জয় সাহা, তার মা নন্দিতা সাহা এবং রাধিকা নন্দার বিরুদ্ধে মামলা করেছেন বিবেক। খবর বলিউড হাঙ্গামার। পুলিশের ভাষ্য, বিবেক ওবেরয় অভিযোগ করেন যে, ২০২০ সালের জুলাই মাসে তিনি রাধিকা নন্দার প্ররোচনায় ১ কোটি ৫৫ লাখ রুপি প্রযোজনা সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসায় বিনিয়োগ করেন।

কিন্তু দুই বছর পর ২০২২ সালের এপ্রিলে এক কর্মকর্তার কাছে তিনি জানতে পারেন যে, তিনি প্রতারিত হয়েছেন।

ব্যবসার জন্য তার দেওয়া অর্থ সঞ্জয় সাহা, তার মা নন্দিতা সাহার জীবন বিমাসহ বিভিন্ন ব্যক্তিগত খাতে খরচ করেছেন। এ ছাড়া রাধিকা নন্দা তাদের কোম্পানি থেকে টাকা তুলে নিয়েছেন। এর ডকুমেন্টসহ অভিযোগ করেছেন তিনি।

অভিযুক্ত ব্যক্তিরা কোম্পানি থেকে একটি ভ্যারিফায়েড ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৫৮ লাখ রুপি সরিয়েছেন। ২০১৭ সালে সঞ্জয় সাহা ও নন্দিতা সাহার অংশীদারিত্বে ব্যবসা শুরু করেছিলেন বিবেক। এই ব্যবসায় মুনাফাও হচ্ছিল।

পরবর্তীকালে সঞ্জয় সাহার সঙ্গে কাজ করা রাধিকা নন্দা নতুন ব্যবসার আইডিয়া দিলে আগের ব্যবসা বন্ধ করে নতুন ব্যবসায় নিজের শেয়ার বিনিয়োগ করেন বিবেক। অভিযুক্ত ব্যক্তিদের নামে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪০৯ ও ৪২০ ধারায় অভিযোগ করেছেন বিবেক ওবেরয়। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত