‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা দুটি দিয়ে গত বছরটা নিজের করে নিয়েছিলেন বিদ্যা সিনহা মিম। ‘পরাণে’ অনন্যা হয়ে সিনেমা হলে চালিয়েছেন তাণ্ডব অন্যদিকে ‘দামালে’ হাসনা হয়ে মন জয় করেছেন বোদ্ধাজনদের। এবার মিমের এই ছবি দুটি প্রদর্শিত হবে কলকাতায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন মিম। ‘পরাণ’ ও ‘দামালে’ মিমের সঙ্গে জুটি বেঁধেছেন শরিফুল রাজ।
একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘পরাণ’। অন্যদিকে ‘দামাল’ মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত হয়েছে। এতে মিমণ্ডরাজ ছাড়াও অভিনয় করেছেন সিয়াম। কয়েক বছর ধরে কলকাতায় বসছে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে এ আসর। এবার বসবে উৎসবের পঞ্চম আসর। এবার ‘দামাল’, ‘পরাণ’ ছাড়াও ১৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, দুটি স্বল্পদৈর্ঘ্য এবং দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।
কলকাতার নন্দন ১ ও ২ থিয়েটারে প্রদর্শিত হবে ছবিগুলো। এতে দর্শক বিনামূল্যে ছবিগুলো দেখার সুযোগ পাবেন। ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ শীর্ষক এ আয়োজন শুরু হয়েছে গতকাল বিকেলে। ২৯ জুলাই পর্যন্ত চলবে এই প্রদর্শনী।