ঝড় তুলেছে শাহরুখের ‘জিন্দা বান্দা’
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
অপেক্ষার অবসান। কাঙ্ক্ষিত ‘জওয়ান’ ছবির প্রথম গান প্রকাশ্যে আনলেন শাহরুখ খান। গত সোমবার সকালেই অবশ্য এই পাওয়ার প্যাকড-ট্র্যাকের জন্য অনুরাগীদের প্রস্তুত হওয়ার ঘোষণা দিয়েছিলেন কিং খান। গান প্রকাশের পর মুহূর্তের মধ্যেই সরগরম অনলাইন দুনিয়া। ভাইরাল দাবানল গতিতে। ‘জিন্দা বান্দা’ শিরোনামের গানটি লিখেছেন ইরশাদ কামিল আর কম্পোজ করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন। ওয়াসিম বারেলভির লেখা এক উর্দু শায়েরি (আত্মসম্মানে ঘা লাগলে যুদ্ধ করা উচিত। এই লড়াইটাই বাঁচিয়ে রাখে) পঙ্ক্তিকে ধার করেই এই গানের কথা লিখেছেন তিনি। গান রিলিজের আগে শাহরুখ অবশ্য বারেলভি সাহেবের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে আগেভাগেই ক্ষমা চেয়ে নিয়েছেন বিখ্যাত শায়েরিকে কাটাছেঁড়া করে ফিল্মি গান তৈরি করার জন্য। আর গানের কথাতেই ‘জওয়ান’-এর তুখড় জীবনযুদ্ধের কথা ধরা পড়ল।
বছর চারেক সিনেমা পর্দায় দেখা না দেওয়ায় অনেক কটাক্ষ, সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল শাহরুখকে। তার ক্যারিয়ারের বাতি নিভে গিয়েছে বলেও কটুক্তি করেছিলেন অনেকে। তবে ‘পাঠান’-এর বক্সঅফিসে উত্তর দিয়েই ক্ষান্ত থাকেননি কিং খান। এবার তুরুপের তাস হিসেবে ‘জওয়ান’-এর নতুন গান ‘জিন্দা বান্দা’ নিয়ে এলেন। এই গানের দৃশ্য শুট করতে কোনোরকম কসরত বাকি রাখেনি শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ভারতের বিভিন্ন রাজ্য থেকে এক হাজার নৃত্যশিল্পী জোগার করে গানের সিকোয়েন্স শুট হয়। বাজেট ছিল ১৫ কোটি রুপি।