ইতিহাস মনে করিয়ে দিলেন বন্যা

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

বর্তমানে বাংলা চলচ্চিত্রে সুবাতাস বইছে। এমন সময় ছোট পর্দার তারকাদের বড় পর্দায় অভিনয় প্রসঙ্গে রীতিমতো তর্কে জড়িয়েছেন অনেকেই। যদিও ছোট পর্দার অভিনয় শিল্পীরা সিনেমা, ওয়েব সিরিজে ব্যাপক প্রশংসিত হচ্ছেন।

এদিকে এক সাক্ষাৎকারে অভিনেতা আফরান নিশো বলেন, তার কাছে বাংলাদেশের সুপারস্টার হলো- গোলাম মুস্তাফা, হুমায়ুন ফরীদির মতো অভিনেতারা। এমন বক্তব্যে আলোচনার সৃষ্টি হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী বন্যা মির্জা। এ প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। এতে ইতিহাস মনে করিয়ে দেন সবাইকে।

বন্যা লিখেন, ছোট পর্দার নির্মাতা আর অভিনেতারা এসে কাজ না করলে বহু আগে বাংলাদেশের বড় পর্দা ছোট হয়ে যেতো। অভিনয় মানের কোনো মিনিমাম প্রতিযোগিতা থাকতো না তাহলে। কয়েকজন মানুষকে নিয়ে কোনো কারখানা চলে না। এজন্যই তো ভিন্ন দেশ থেকে লোকজন ধার করতে হয়।

বাংলাদেশের সিনেমা চাঙা করতে ছোট পর্দার নির্মাতা ও অভিনেতার দরকার হয়েছে। থিয়েটার, মিউজিক, লিটারেচার থেকে তো আসেনই, টিভি রেডিও থেকেও আসেন। আর এটাই হলো সিনেমার ইতিহাস।

মনে হয় ইতিহাসটা সবাই ভুলতে বসেছেন। আবোল-তাবোল সব তর্ক করলে তো ইতিহাস বদলাবে না, গায়ের জোর দেখানো হবে।

গোলাম মুস্তাফা সুপারস্টার তো ছিলেন বটেই, এমনকি খলিলও ছিলেন। নায়কদের মধ্যে কেবল না, তখন সুপারস্টার ছিলেন খলনায়ক, কৌতুকাভিনেতা, প্লে-ব্যাক সিঙ্গার, এমনকি চিত্রগ্রাহকের মধ্যেও। বুঝতে অসুবিধা হলে বেবি ইসলামদের মতো মানুষের নাম মনে করুন। জিজ্ঞাসা করুন পুরোনোদের। ঢাকার কালচারের অভিজাত ছিলেন এরা সকলেই এবং অভিজাতরাও সিনেমায় যেতেন এদেরই কারণে।